ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

সিলেটে রাজস্ব সংলাপ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
সিলেটে রাজস্ব সংলাপ চলছে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সিনিয়র সচিব মো. নজিবুর রহমান। ছবি: আবু বকর

সিলেট: রাজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেটে রাজস্ব সংলাপ চলছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সিলেট কর অঞ্চলের এ সংলাপে প্রধান অতিথি আছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।

বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সম্পদের যোগান বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এতে করে আমাদের বিদেশ নির্ভরতা কমছে। ফলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এগিয়ে যাচ্ছে কর বিভাগ’।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুনারা খানুমের সভাপতিত্বে সংলাপে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) এস এম আশফাক হোসন, সদস্য ( কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাকসহ বিভাগীয় পর্যায়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।