ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ফেনীতে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ফেনীতে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ফেনী: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবির হাটে শুরু হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শাখাটির পরিচালনায় রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান এম এইচ এন্টারপ্রাইজ।

রোববার (০৮ অক্টোবর) বিকেলে আফতাব বিবির হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম দুলাল সওদাগরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন, ফেনী জেলা এনজিও ফেডারেশনের নির্বাহী সচিব কাজী সালাহ উদ্দিন নোমান।

শাখাটির উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা ব্যাংক ফেনীর এরিয়া ব্যবস্থাপক আরিফুল রজমান চৌধুরী, অভিযোগ ব্যাবস্থাপক নুরুল ইসলাম, সেলস ব্যবস্থাপক আবদুল কাইয়ুম, সাবেক ইউপি সদস্য সবুজ চাষী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী মেহেদী হাসান সজাগ।

এজেন্ট ব্যাংকিংয়ের এ শাখার স্বত্বাধিকারী মুছা হারুন চৌধুরী জানান, শাখাটিতে সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিয়ার, এটিএম কার্ড প্রদান, অন্য একাউন্ট থেকে টাকা হস্তান্তর, পিন দিয়ে রেমিটেন্সের টাকা গ্রহণ, বিল পে, এসএমএস ব্যাংকিং এবং ব্যালেন্স অনুসন্ধানসহ যাবতীয় সেবা দেওয়া হবে। এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।