ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

কটিয়াদীতে ইউসিবি’র ১৭২তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
কটিয়াদীতে ইউসিবি’র ১৭২তম শাখা উদ্বোধন ব্যাংকটি ১৭২তম শাখার উদ্বোধন করেন পরিচালক নুরুল ইসলাম চৌধুরী

ঢাকা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৭২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বের) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন ইউসিবি’র পরিচালক নুরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) কটিয়াদী শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বৈচিত্র্য। আর এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফাসহ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সুধীজনরা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জিপি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।