ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হচ্ছেন সুর চৌধুরী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হচ্ছেন সুর চৌধুরী

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের Banking  Reform Advisor (উপদেষ্টা) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন।

সুর চৌধুরী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সংস্কার নীতিমালা প্রণয়নে সহায়তা করবেন। এছাড়া তিনি ব্যাংকিং খাতে সংস্কার কর্মসূচী বাস্তবায়নে এবং ভবিষ্যত ব্যাংকিং খাত সংস্কার কৌশল প্রণয়নে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী এই ডেপুটি গভর্নর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী শাস্ত্রে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ফাইন্যান্স ও একাউন্টিংয়ে কৃতিত্বের সঙ্গে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমা পরীক্ষায় বাংলাদেশে প্রথমস্থান অধিকারসহ বাংলাদেশ ব্যাংকের স্বর্ণপদক লাভ করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।