ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে এসবিএসি ব্যাংকের অনুদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে এসবিএসি ব্যাংকের অনুদান চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে অনুদানের চেক তুলে দিচ্ছেন এসবিএসি ব্যাংক কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: করপোরেট সামাজিক দায়বদ্ধতা(সিএসআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে ৫ লাখ টাকার অনুদান দিয়েছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। 

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে ব্যাংকের জনসংযোগ শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম কিডনি ফাউন্ডশন প্রাঙ্গণে ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব ফাউন্ডেশন কতৃপক্ষের কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।

 

এ সময়  এসইভিপি ও আগ্রাবাদ শাখার প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরীসহ ব্যাংক, কিডনি ফাউন্ডেশনের কর্মকর্তা এবং মালয়েশীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।