ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

বৈদেশিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০২, এপ্রিল ৮, ২০১৮
বৈদেশিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের প্রশিক্ষণ ছবিতে ব্যাংকের কর্মকর্তারা।

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘বৈদেশিক বাণিজ্য’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ এপ্রিল) এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফারুক।

উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শফিউদ্দিন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।