ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সম্মেলন বক্তব্য রাখছেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুন) জোন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম জুবায়ের আজম হেলালী।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জোনের ২০টি শাখার ব্যবস্থাপক ও পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।