ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

মোহাম্মদপুরে ওয়ান ব্যাংকের বুথ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
মোহাম্মদপুরে ওয়ান ব্যাংকের বুথ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর গার্লস হাই স্কুল প্রাঙ্গনে ‘মোহাম্মদপুর ব্যাংকিং বুথ’র  উদ্বোধন করেছে বেসরকারিখাতের ওয়ান ব্যাংক লিমিটেড। 

রোববার (৩০ জুন) ব্যাংকের মোহাম্মদপুর রিং রোড শাখার অধীনে এ বুথের উদ্বোধন করা হয়। ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ বুথটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লিমিটেড এবং মোহাম্মদপুর গার্লস হাই স্কুলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এ বুথের মাধ্যমে এলাকার সর্বসাধারণ তাদের সব প্রকার ব্যাংকিং সুবিধা নিতে পারবেন প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।