ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলমসহ অন্যরা।

ঢাকা: বেসরকারিখাতের ওয়ান ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

১৯ জুলাই (শুক্রবার) ব্যাংকের সম্মানিত গ্রাহক ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জাঁকালো অনুষ্ঠানের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম।

ব্যাংকের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত অতিথিদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২২ জুলাই) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২২,২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।