ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ওয়ান ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ওয়ান ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা সভায় ওয়ান ব্যাংকের কর্মকর্তারা।

ঢাকা: বেসরকারিখাতের ওয়ান ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের সভায় ব্যাংক ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত, নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্, পরিচালক এ এস এম শহীদুল্লাহ্ খান, কাজী রুকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ নুরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং কোম্পানি সেক্রেটারি জন সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সম্মানিত শেয়ারহোল্ডাররা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।