ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

গাংনীতে কৃষি ব্যাংকের ১০৩৮তম শাখার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
গাংনীতে কৃষি ব্যাংকের ১০৩৮তম শাখার উদ্বোধন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০৩৮তম শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ব্যাংকের এ শাখাটির উদ্বোধন করেন।

এসময় কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে নতুন ব্রাঞ্চের সামনে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

কৃষি ব্যাংকের কুষ্টিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া, গাংনী উপজেলা ইউএনও দিলারা রহমান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম মিয়া, বামন্দী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদী, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কৃষি ব্যাংকের মেহেরপুর ব্রাঞ্চের আরএমও মনছুর রহমান, কৃষ্টিয়া অঞ্চলের চিফ রিজিওনাল ম্যানেজার সামসুল আলম ও ব্যাংকের বামন্দী ব্রাঞ্চের ম্যানেজার সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।