ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা সভা।

ঢাকা: ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সোসাইটির অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু রেজা মো. ইয়াহিয়া সভায় নব-নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সোসাইটির চেয়ারম্যান মো. ওমর ফারুক খান।

উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল জব্বার ও মো. সালেহ্ ইকবাল, সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ, এএএম হাবিবুর রহমান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমসহ সোসাইটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।