ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

নতুন ঠিকানায় ইউসিবি ক্যাপিটালের আগ্রাবাদ শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
নতুন ঠিকানায় ইউসিবি ক্যাপিটালের আগ্রাবাদ শাখা আগ্রাবাদ শাখা উদ্বোধন করছেন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলসহ অন্যরা।

ঢাকা: ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের আগ্রাবাদ শাখার কার্যালয় বন্দরনগরীর দামপাড়া থেকে ওয়াসা সার্কেল মোড়ে স্থানান্তরিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ওই নতুন শাখার উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, সৈয়দ ফরিদুল ইসলাম, ইউসিবি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত পাশা, এফসিএস, এসইভিপি ও কোম্পানি সচিব এটি এম তাহমিদুজ্জামান, ইউসিবির এসইভিপি মোহাম্মদ খোরশেদ আলম  এবং মো. শাহ আলম ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।