ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছে ১৬৩ কোটি ডলার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছে ১৬৩ কোটি ডলার 

ঢাকা: চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশে মোট ১৬৩ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে। চলতি অর্থবছরে মাসের হিসেবে এট পরিমাণ সর্বোচ্চ। বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে উৎসাহী করতে ২০১৯-২০ অর্থবছরে সরকার ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়। অক্টোবর থেকেই তা কার্যকর হওয়ায় রেমিটেন্সের পরিমাণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে ৩২.২৮ শতাংশ। মাসের হিসেবে সেপ্টেম্বরের তুলনায় এটি ১১.৬৪ শতাংশ বেশি।

আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাই ও অক্টোবরে রেমিটেন্স বেড়েছে ২০.৩৯ শতাংশ। এর আগে মে মাসে প্রবাসীদের কাছ থেকে ১৭০ কোটি ডলার রেমিটেন্স আসে।  

কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা মোতাবেক সর্বোচ্চ দেড় হাজার ডলার পর্যন্ত রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। রেমিটেন্সের পরিমাণ এর চেয়ে বেশি হলে প্রেরণকারীকে আয়ের উৎস সম্পর্কে প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।
 
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, সরকারের নানা রকম উদ্যোগের ফলে আগামীতে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। এতে আয় ও ব্যয়ের ভারসাম্য সঙ্কট মেটাতে পারবে সরকার।  
 
ডলারের বিপরীতে টাকার দাম সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তাই বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের নানাভাবে উৎসাহ দিচ্ছে সরকার। নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত আন্তঃব্যাংক বিনিময়ের ক্ষেত্রে ডলারের মূল্য ৮৪.৭৫ টাক‍া, কিন্তু গত বছর একই সময়ে তা ছিল ৮৩ দশমিক ৮৫ টাক‍া।
 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সরকার ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে ২ শতাংশ প্রণোদনার ঘোষণা দেওয়ার পর থেকেই রেমিটেন্স বেড়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
এসই/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।