ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

প্রাইম ব্যাংক-ন্যাশনাল পলিমার গ্রুপের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
প্রাইম ব্যাংক-ন্যাশনাল পলিমার গ্রুপের মধ্যে চুক্তি সই

ঢাকা: সম্প্রতি ন্যাশনাল পলিমার গ্রুপের সঙ্গে ‘প্রাইম পেরোল’ চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক।

বুধবার (১৮ ডিসেম্বর) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির ফলে ন্যাশনাল পলিমার গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা  ব্যাংকের কনজ্যুমার লোন, ক্রেডিট কার্ড ও অন্যান্য কনজ্যুমার প্রোডাক্টে বিশেষ সেবা ও সুবিধা পাবেন।

সম্প্রতি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদের উপস্থিতিতে ব্যাংকের কনজ্যুমার সেলস অ্যান্ড কালেকশন বিভাগের প্রধান মামুর আহমেদ এবং ন্যাশনাল পলিমার গ্রুপের ডিজিএম মোহাম্মদ মনজুর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান, কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ, সিএনআইবি’র টিম হেড আসিফ বিন ইদ্রিসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।