ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

ওয়ান ব্যাংকের ১৫ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
ওয়ান ব্যাংকের ১৫ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (৯ ডিসেম্বর) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।



এতে বলা হয়, নতুন ১৫টিসহ এখন সারা দেশে ওয়ান ব্যাংকের ৫১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইস্রাইল হোসেন এই ১৫টি আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।

এছাড়া এ অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, ইভিপি ও হেড অব এমএফএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ, ব্যবস্থাপক আগ্রাবাদ শাখা রিটন বরুয়া, অন্যান্য শাখার কর্মকর্তারা, এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিকরা এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, তহবিল স্থানান্তর, বিএফটিএন, রেমিটেন্স সংগ্রহ, হিসাব বিবরণী, ইউটিলিটি বিল প্রদান, ইনস্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ, কিস্তি প্রদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।