ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ব্যাংকিং

ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্তের প্রয়াণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্তের প্রয়াণ

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্তের প্রয়াণে ওয়ান ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত।   তিনি ১৩ ডিসেম্বর (রোববার) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অশোক দাশ গুপ্ত ছিলেন বাংলাদেশের একজন অন্যতম স্বনামধন্য ব্যবসায়ী। তিনি ইমট্রেক্সের চিফ এক্সিকিউটিভ এবং ইউনিরয়্যাল ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড এবং ওকুনোভা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।

আমরা ওয়ান ব্যাংক পরিবারের সব সদস্য, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা ডিসেম্বর ১৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।