ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

পেমেন্ট সিস্টেম সেবার অনুমতি পেলো পোর্টেনিক্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
পেমেন্ট সিস্টেম সেবার অনুমতি পেলো পোর্টেনিক্স

ঢাকা: পেমেন্ট গেটওয়ে সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পেয়েছে পোর্টেনিক্স লিমিটেড।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে আরও তিনটি প্রতিষ্ঠানকে একই ধরনের সেবা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সেবার মাধ্যমে গ্রাহক একটি অ্যাপের মাধ্যমে টাকা জমা রাখা ও দেশের মধ্যে লেনদেন করতে পারবেন।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার আওতায় জারিকৃত বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে দেশে ইলেকট্রনিক লেনদেন প্রসারের লক্ষ্যে পোর্টেনিক্স লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে পেমেন্ট গেটওয়ে ও মার্চেন্ট এগ্রিগেটর সেবা দেওয়ার জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।