ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

দূর্গাপূরে রূপালী ব্যাংকের হাট কানপাড়া উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
দূর্গাপূরে রূপালী ব্যাংকের হাট কানপাড়া উপশাখার উদ্বোধন

ঢাকা: আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রাজশাহীর দূর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজারে রূপালী ব্যাংক লিমিটেড হাট কানপাড়া উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে দূর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজারে রূপালী ব্যাংক লিমিটেড হাট কানপাড়া উপশাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান এবং ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান এবং মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।