ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ব্যাংকিং

ওয়ান ব্যাংক-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ওয়ান ব্যাংক-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ওয়ান ব্যাংক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে গত ২৮ জানুয়ারি  একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংক ও বঙ্গবন্ধ সেতু রিসোর্ট এরিয়াতে একটি এটিএম বুথ স্থাপন করবে। ওয়ান ব্যাংকের বাবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. রেজাউল হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ বেলায়েত হোসেন এবং ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।