ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

দোহার-নবাবগঞ্জ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
দোহার-নবাবগঞ্জ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

ঢাকা: সম্প্রতি দোহার-নবাবগঞ্জ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ওই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা দোহারের জয়পাড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

তিনি অনলাইনে উপস্থিত সবার উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) মোহাম্মদ ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মো. মোস্তাক হোসেন।  

এ সময় উপস্থিত ছিলেন ডিএনবিএর সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ কমিটির কর্মকর্তা আবু আইয়ুব ভূইয়া, খন্দকার সাইফুল ইসলাম, মো. শামসুল আলম খাঁন, মো. অলি হক, মো. লিমন সিকদার, গোলাম রসুল খানসহ দোহার-নবাবগঞ্জ উপজেলায় বসবাসরত নির্বাহী কর্মকর্তা-কর্মচারীরা।
 
সভায় দোহার-নবাবগঞ্জ উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংকার, পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকার ও নতুন ব্যাংকারদের স্মারক ও সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।