ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বাগেরহাটে এক্সিম ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ১৩, ২০২১
বাগেরহাটে এক্সিম ব্যাংকের উপ-শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের চুলকাঠি বাজারে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) উপ-শাখা চালু করা হয়েছে।  

রোববার (১৩ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে আনুষ্ঠানিকভাবে এ উপ-শাখার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন।  

এ সময় বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়্যারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু শামিম আসনু, এক্সিম ব্যাংক শিববাড়ী শাখার ম্যানেজার এভিপি মো. কামরুজ্জামান, মোংলারোড শাখার ম্যানেজার এফ এভিপি মো. মঈনুল হোসেন, চুলকাঠি বাজার বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাইদুর রহমান, লিয়াকত আলী শেখ, আওয়ামী লীগ নেতা আব্দুর সাওার শেখ, বাবু চিন্ময় দেবনাথ, রুম্মান মাহামুদ শৈশব, রেজোয়ান, জাকারিয়া শাওনসহ চুলকাঠি বাজারের সব ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মোংলা রোড শাখার অধীনে চালু হওয়া এই উপ-শাখায় এক্সিম ব্যাংকের বেশিরভাগ সেবা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।