ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

আওরঙ্গজেব চৌধুরী ওয়ান ব্যাংকের স্বতন্ত্র পরিচালক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০২১
আওরঙ্গজেব চৌধুরী ওয়ান ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনী প্রধান ও কোস্টগার্ড ডিজি অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী

ঢাকা: সাবেক নৌবাহিনী প্রধান ও কোস্টগার্ড ডিজি অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে (এনবিপি, ওএসপি, বিসিজিএম, পিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি) ওয়ান ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ওয়ান ব্যাংকের ২২তম সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

 

একই দিন ব্যাংকের ৩২৯তম বোর্ড সভায় অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে ওয়ান ব্যাংকের অডিট ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।  

জনাব চৌধুরীর রয়েছে বর্ণাঢ্য শিক্ষা জীবন। তিনি অর্জন করেছেন এমডিএস, এমবিএ, এমফিল, পিএইচডি ডিগ্রি এবং দেশ বিদেশে সফলতার সঙ্গে নিয়েছেন অনেক প্রশিক্ষণ। কর্ম জীবনে তিনি নৌবাহিনী পদক, নৌবাহিনী অসামান্য সেবা পদক, ন্যাশনাল ইন্ট্রেগ্রিটি স্ট্র্যাটিজি অ্যাওয়ার্ড ২০১৮, প্রেসিডেন্ট কোস্টগার্ড মেডেল, বাংলাদেশ কোস্টগার্ড মেডেল সেবাসহ অসংখ্য দেশি-বিদেশি পদক ও অ্যাওয়ার্ড পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।