ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ব্যাংকিং

ডেঙ্গুতে ঢাকা ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
ডেঙ্গুতে ঢাকা ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকা: ঢাকা ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা নিশতিয়াক আহমেদ রাখি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা ব্যাংকের কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তিন-চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোকাহত ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

ছাত্রজীবনে নিশতিয়াক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি করতেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।