বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী কথা বলছিলেন।
তিনি বলেন, স্বপ্রণোদিত হয়ে নয়, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে এবং রাজৈনতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক মামলা দিয়েছিল।
দেশে চলতে থাকা ১৩৩ স্থানীয় সরকার নির্বাচনে ‘সরকারি বাহিনী আগের মতই তাণ্ডব চালাচ্ছে’ অভিযোগ তুলে রিজভী বলেন, নির্বাচন কমিশন সবকিছু জেনেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জনমত উপেক্ষা করে সরকারি খরচে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ভোট চাওয়া আইনের পরিপন্থি দাবি করে বিএনপির এ মুখপাত্র বলেন, জনগণ যখন এর বিরুদ্ধে জেগে উঠবে তখন আর পালানোর পথ থাকবে না।
রিজভী সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এএম/এইচএ/