ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জেল-জুলুম করে আন্দোলন থামানো যাবে না: মীর হেলাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
জেল-জুলুম করে আন্দোলন থামানো যাবে না: মীর হেলাল

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক  সম্পর্ক বিষয়ক কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, 'বিএনপির আন্দোলনে কোনো প্রকার সহিংসতা না থাকা সত্ত্বেও মহাসচিব মির্জা ফখরুলসহ হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে সরকার৷ জেল-জুলুম করে আন্দোলন থামানো যাবে না। দেশের জনগণ ও গনতান্ত্রিক সকল দল বিএনপির সঙ্গে আছে।

 বিদেশের মাটিতেও জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে৷'

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজায় জিয়া পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ডামি নির্বাচন প্রত্যাখ্যান শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ আমিরাত শাখার আহ্বায়ক মুস্তাফা মাহমুদ, প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ'র  সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আমিরাত বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, ইউএই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনাম, শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহে আলম, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর রহমান, জিয়াপরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম টিপু, জিয়া পরিষদের উপদেষ্টা শাহাদাৎ হোসেন সুমন, ইউএই বিএনপির সদস্য শামসুন্নাহার স্বপ্না, ফরিদ আহমেদ শাহিন, বাবু নীল রতন দাশ, নাছির উদ্দীন চৌধুরী, দুবাই বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুল হক মঞ্জু, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরণ, মুছাফফা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন, আজমান বিএনপির সাধারণ সম্পাদক সজিব খান, দুবাই বিএনপির সদস্য হুমায়ুন কবির সুমন, যুবদল নেতা আহাদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন জিয়া পরিষদ যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, আনোয়ার আলী, ইউনুস, ইঞ্জিনিয়ার তারেক, নজরুল ইসলাম ,শাহেদ ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।