রোববার (২৯ জুলাই) হাইকোর্ট বেঞ্চের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাসেফা হোসাইনের সমন্বয়ের বেঞ্চ আসামি পক্ষের জামিন শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
জানা গেছে, গত বুধবার (২৫ জুলাই) রাতে হামলা ও মারধর করাসহ ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ৩৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নগরের কাউনিয়া কালা খার বাড়ি এলাকার বেল্লাল।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমএস/ওএইচ/