সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ফখরুদ্দিন-মইন উদ্দিনের অবৈধ সরকার ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে।
বিএনপি মহাসচিব বলেন, দেশের কোথাও তার (তারেক) বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তারপরও দিনের পর দিন রিমান্ডের নামে নির্যাতন করা হয় তাকে।
তারেক রহমানের ‘কারামুক্তি দিবস; এবার যথাযথভাবে পালন করতে পারেননি জানিয়ে ফখরুল বলেন, কারণ দেশে এখন অন্ধকার শ্বাসরোধী পরিবেশ।
এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করা যায়নি দাবি করে ফখরুল বলেন, একটি মামলায় তারেক রহমানকে খালাস দেওয়ায় বিচারককে দেশ ছেড়ে যেতে হয়েছিল। পরে ওই মামলায় তড়িঘড়ি করে পুনরায় তাকে সাজা দেওয়া হয়।
বর্তমান সরকার ১-১১ সরকারের ‘এক্সটেনশন’ উল্লেখ করে তিনি বলেন, ১-১১ এর সরকার যে মামলায় তারেক রহমানের নাম দিতে পারেনি, আওয়ামী লীগ সরকার সম্পূরক চার্জশিটে তার নাম দিয়েছে।
বিএনপি প্রধান খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা হয়রানিমূলকভাবে আটক রাখা হয়েছে দাবি করে ফখরুল বলেন, এক ব্যক্তির ক্রোধ ও হিংসার চরম বহিঃপ্রকাশ ঘটছে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে। এ অবস্থায় আমরা তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করছি। কিন্তু আমি মনে করি, তিনি কারামুক্ত নন। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এমএইচ/এইচএ/