বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে শামীম আরজুকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় এ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ১০ মিনিট পর তার মৃত্যু হয়। ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার জেল সুপার জাকের হোসেন বাংলানিউজকে বলেন, কারাগারে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন শামীম আরজু। এসময় তাকে দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে কালেক্টরেট চত্বরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার পথে আটক হন এম এ শামীম আরজুসহ দলের ১০ নেতা-কর্মী। পরের দিন নাশকতা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। সেই মামলায় কারাগারে বন্দি ছিলেন শামীম আরজু।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি