ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

প্রজেক্ট কো-অর্ডিনেটর নেবে আইন ও সালিশ কেন্দ্র 

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
প্রজেক্ট কো-অর্ডিনেটর নেবে আইন ও সালিশ কেন্দ্র 

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় একটি প্রকল্পে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর

পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশন, লিগ্যাল স্টাডিজ, হিউম্যান রাইটস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা বা কো-অর্ডিনেটর পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮১,২৯৯ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, দুটি রেফারেন্সসহ সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি [email protected]এ ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২২।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।