ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্যারিয়ার

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
•    পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার
প্রকল্প: ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রোগ্রাম ইন নারায়ণগঞ্জ
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, আরবান প্ল্যানিং, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাজেটিং ও বাজেট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। প্রজেক্ট অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, মনিটরিং, ইভ্যালুয়েশনে অভিজ্ঞ হতে হবে। রেডক্রস বা রেড ক্রিসেন্টে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ন্যাশনাল হেড কোয়ার্টার্স, মগবাজার, ঢাকা
বেতন: মাসে ৮০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।