ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ইমারজেন্সি রেসপন্স প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার–সিডিসিএস
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ডেভেলপমেন্ট, পাবলিক হেলথ, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো।
কোনো উন্নয়ন প্রকল্পে ভ্যালু চেইন, লাইভলিহুডস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট–সংক্রান্ত ক্ষেত্রে ম্যানেজারিয়াল পদে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। পরিকল্পনা গ্রহণ ও উদ্যোগ নেওয়ার মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম/চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,১৫,০০০–১,১৮,০০০ টাকা।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক (https://hotjobs.bdjobs.com/jobs/acted/acted9.htm) থেকে চাকরিসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৩।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএইচএস