ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

এইচএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এইচএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি প্রতীকী ছবি, সংগৃহীত

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগ দেবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটিতে এক পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জেলার আগ্রহী স্থায়ী বাসিন্দারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ৩ আগস্ট ২০২৩

আবেদন করার লিংক: https://www.rangpur.gov.bd/ ওয়েবসাইটের অফিশিয়াল নোটিশের নিচে।

পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১১টি।  

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ অথকা সমমানের জিপিএতে উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে গতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ৩ আগস্ট তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদন ফরমটি কম্পিউটারে কম্পোজ বা স্বহস্তে পূরণ করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে। আবেদন পত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদন পত্রের নির্ধারিত স্থানে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি ছবি।

আবেদন ফি: জেলা প্রশাসক, রংপুরের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, কাচারী বাজার শাখা, রংপুরের হিসাব নম্বর ৫০০৮৮৩৩০০০১৬৬-এ ৫০০ টাকা জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে কস্ট মেমোর মূল কপি সংযুক্ত করতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ০৩ আগস্ট, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে জেলা প্রশাসক কার্যালয় বরাবর পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।