ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ প্রতীকী ছবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল) পদে জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস) পদের লিখিত পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।

উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/পাওয়ার/সিভিল) পদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে সব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের জন্য টেলিটক থেকে প্রার্থীদের মুঠোফোনে শিগগিরই খুদে বার্তা পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে


বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।