ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

অফিসার-ম্যানেজার নেবে পূবালী ব্যাংক, স্নাতক পাসে আবেদন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
অফিসার-ম্যানেজার নেবে পূবালী ব্যাংক, স্নাতক পাসে আবেদন

পূবালী ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে দুটি পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

স্নাতক পাস করা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির যেকোনো জায়গার যেকোনো অফিসে নিয়োগ পাবেন।  

১। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। পদ সংখ্যা: ৭টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। যেকোনো ব্যাংকে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া অন্তত দুই বছর সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এলসি, বিটুবি, ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে।

বয়সসীমা: ৪২ বছর।

২. পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার। পদ সংখ্যা: ৩৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। সিনিয়র প্রিন্সিপাল পদের জন্য কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  

বয়সসীমা: সিনিয়র প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৪০ বছর ও প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৩৮ বছর।

বেতন: ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের জন্য নিয়মিত বেতন স্কেলের ব্যবস্থা রয়েছে।

নিয়োগের স্থান: নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ পাবেন।

আবেদন পদ্ধতি: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।