ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্যারিয়ার

এসএমসিতে ১৫ পদে চাকরি, আবেদন শেষ ২০ আগস্ট

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসএমসিতে ১৫ পদে চাকরি, আবেদন শেষ ২০ আগস্ট

সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে (এসএমসি) জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম জুনিয়র ফিলিং সিলিং মেশিন অপারেটর।

আগ্রহী প্রার্থীরা ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: ১৫

কাজের দায়িত্ব

ব্যক্তিগত গুণগত মান ও জিএমপির নিয়ম অনুযায়ী, খাদ্যপণ্যসামগ্রী প্রস্তুতকারী যন্ত্র পরিচালনা করা সুনির্দিষ্ট পদ্ধতিতে পণ্য উৎপাদন নিশ্চিত করা, জিএমপির নিয়ম অনুযায়ী পণ্য উৎপাদনের সময় ও খরচ ঠিক রাখা, সহকর্মীদের কাজে সহযোগিতা করা, কারখানার নিয়ম এবং আইন অনুযায়ী শৃঙ্খলা বজায় রাখা ও মেনে চলা ম্যানেজমেন্ট কর্তৃক আরোপিত যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালন ও বাস্তবায়ন করা।

আবেদনের যোগ্যতা
এসএসসি পাস/ ট্রেড কোর্স পাস হতে হবে।

আবেদনের বয়স ও যোগ্যতা
আবেদনের সর্বচ্চো বয়স ৩০ বছর। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদায়ন
জুনিয়র ফিলিং সিলিং মেশিন অপারেটর পদে চাকরি পেলে পদায়ন হবে ময়মনসিংহে।

বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারিত। কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, মুঠোফোন নম্বর, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্মীয় নন) নাম, পেশা ও মুঠোফোন নম্বরসহ ২০ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে মানবসম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩–এ বরাবর। খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।