ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বেসরকারি উন্নয়ন সংস্থায় ৮৬৫ পদে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
বেসরকারি উন্নয়ন সংস্থায় ৮৬৫ পদে নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি পাঁচ ক্যাটাগরির পদে ৮৬৫ জনকে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। ই–মেইলেও আবেদনপত্র পাঠানো যাবে।
১. পদের নাম: জোনাল ম্যানেজার
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন: নিয়মিতকরণের আগে ৭২,০০০ থেকে ৭৫,২০০ টাকা। নিয়মিতকরণের পরে ৭৬,৮৭৫ থেকে ৮০,১২৫ টাকা।
২. পদের নাম: এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন: নিয়মিতকরণের আগে ৫৯,৬০০ থেকে ৬২,২৩০ টাকা। নিয়মিতকরণের পরে ৬৩,৫৪৫ থেকে ৬৬,১৭৫ টাকা।
৩. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১৫০
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন: নিয়মিতকরণের আগে ৪৭,০০০ থেকে ৪৯,১০০ টাকা। নিয়মিতকরণের পরে ৫০,১৫০ থেকে ৫২,২৫০ টাকা।
৪. পদের নাম: শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ২৫০
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন: নিয়মিতকরণের আগে ৩৬,৪০০ থেকে ৩৭,৯৭০ টাকা। নিয়মিতকরণের পরে ৩৮,৭৫৫ থেকে ৪০,৩২৫ টাকা।
৫. পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ৪০০
যোগ্যতা: এইচএসসি পাস। ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন: নিয়মিতকরণের আগে ৩৪,৮০০ থেকে ৩৬,২৯০ টাকা। নিয়মিতকরণের পরে ৩৭,০৩৫ থেকে ৩৮,৫২৫ টাকা।
অন্যান্য সুযোগ–সুবিধা
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সব সুযোগ–সুবিধা, যেমন দুটি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা (মোবাইল ও ইন্টারনেট ভাতা), প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটরসাইকেল লোন, মোবাইল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব, ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম এবং যে জেলায় কাজ করতে আগ্রহী তা উল্লেখ করতে হবে। ই-মেইলেও আবেদনপত্র পাঠানো যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯। ই–মেইল: [email protected]
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৪।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।