ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

চিফ ইকোনমিস্ট নেবে বাংলাদেশ ব্যাংক

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
চিফ ইকোনমিস্ট নেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় এই ব্যাংক চিফ ইকোনমিস্ট পদে চুক্তি ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে।
পদের নাম: চিফ ইকোনমিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। অ্যাপ্লায়েড ম্যাক্রোইকোনমিস্ট হিসেবে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বা বহুপক্ষীয় ডেভেলপমেন্ট ব্যাংক বা ফিন্যান্স বা অর্থ মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংকে ম্যাক্রোইকোনমিক অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস ও পলিসিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানে অ্যাপ্লায়েড ম্যাক্রোইকোনমিক রিসার্চে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা ও যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার (সর্বোচ্চ দুই পৃষ্ঠা), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপিসহ সিভি সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত  বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিরেক্টর (এইচআরডি-১), হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, হেড অফিস, ঢাকা। ই-মেইল: [email protected]
আবেদনের শেষ সময়: ৭ ডিসেম্বর ২০২৪।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।