ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

ক্যারিয়ার

সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চার পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কিছু ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স ৪০ বছর হলেও আবেদন করতে পারবেন।

আগ্রহীরা আগামী ১৪ মে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা

বয়স: ০১ এপ্রিল ২০২৫ তারিখ ১৮-৩২ বছর।

উল্লিখিত ১-৩ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।