ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

ওয়ালটনে ১০০ কর্মকর্তা নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, সেপ্টেম্বর ১০, ২০১৬
ওয়ালটনে ১০০ কর্মকর্তা নিয়োগ

দুই পদে ১০০ জন কর্মকর্তা নিয়োগ দেবে ওয়ালটন গ্রুপ। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে।

ম্যানেজার / সহকারী ম্যানেজার (টেকনো সার্ভিস) পদে নেয়া হবে ৫০ জন। ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। বয়স হতে হবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার) পদে ৫০ জনকে নিয়োগ দেয়া হবে। ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

যোগ্য প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে হবে ফার্স্ট সিনিয়র উপ পরিচালক, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালট সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, আলম মঞ্জিল, ৩৩, মালিবাগ (আবুল হোটেলের নিকটে), ঢাকা-১২১৯ ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে jobs_wsms@waltonbd.com ঠিকানায়।

বিজ্ঞপ্তি-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।