ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

ইন্টার্ণ নিচ্ছে অ্যাপলম্বটেকবিডি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ইন্টার্ণ নিচ্ছে অ্যাপলম্বটেকবিডি

ইন্টার্ণ নিয়োগ দিচ্ছে ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাপলম্বটেকবিডি। ২০১২ সালে চালু হওয়া প্রতিষ্ঠানটি এলইডি বাল্বের আলো কম- বেশি করা, একটি বাল্ব থেকে ২৫৬ রংয়ের আলো পাওয়া, ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাসার লাইট, ফ্যান, হিটার, এসি প্রভৃতি নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন করে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

আর্ন্তজাতিক মানের প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি ইন্টার্ণ নিয়োগ দিচ্ছে। ইন্টার্ণদের দক্ষতা অনুসারে পরবর্তী সময়ে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হবে।

পদ: আইওএস ডেভেলপার, অ্যান্ড্রয়েড ডেভেলপার, ডট নেট ডেভেলপার এবং লুয়া ডেভেলপার

যোগ্যতা:
* বিশ্ববিদ্যালয় পর্যায়ে কম্পিউটার সায়েন্সে তৃতীয় বা চতুর্থ বর্ষের শিক্ষার্থী হতে হবে
* আইওএস, অ্যান্ড্রয়েড বা লুয়া প্লাটফর্মে কাজের ধারণা থাকতে হবে

ইন্টার্ণের দায়িত্ব:
* সপ্তাহে কমপক্ষে দুইদিন অফিসে কাজ করতে হবে
* কাজ শেখা এবং কাজ করার প্রতি দায়িত্বশীল হতে হবে

ইন্টার্নশিপের সময়কাল: কমপক্ষে ৬ মাস

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা সিভি পাঠাতে হবে [email protected] ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ:  ১০ অক্টোবর ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।