যোগ্যতা:
কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হলে প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া যাবে। সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া:
যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dyd.gov.bd) আবেদন ফরম পাওয়া যাবে। অথবা জেলার উপ পরিচালক/ কো-অর্ডিনেটর/ ডেপুটি কো-অর্ডিনেটরের কার্যালয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকেও বিনামূল্যে ফরম সংগ্রহ করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত ফরম জমা দিতে হবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার/ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/ জেলা কার্যালয় বা যুব প্রশিক্ষণ কেন্দ্রে।
কোর্স ফি:
কোর্সে ভর্তির সময় প্রার্থীকে ১০০ টাকা ভর্তি ফি এবং জামানত হিসেবে আরো ১০০ টাকা জমা দিতে হবে। কোর্স শেষে জামানতের টাকা ফেরত দেয়া হবে। পাশাপাশি কোর্সের নিয়মানুসারে প্রয়োজনীয় ভাতা প্রদান করা হবে।
বিস্তারিত জানতে যুব উন্নয়ন অধিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...