ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

এক হাজার শিক্ষক নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
এক হাজার শিক্ষক নিয়োগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় এক হাজার রিসোর্স টিচার (আরটি) নিয়োগ দেওয়া হবে।

যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/ বিজ্ঞান/ ইংরেজি বিষয়ে স্নাতক (পাস) বা সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আরটি পদে আবেদন করতে পারবেন।

স্নাতক (পাস) ডিগ্রিধারীদের গণিত ও বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর, ইংরেজি বিষয়ে ৪৫% নম্বর থাকতে হবে।

অগ্রাধিকার পাবেন বিএড, ডিপ-ইন-এড বা এমএড ডিগ্রিধারীরা।

সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

পদগুলোতে সেসিপ প্রোগ্রাম চলাকালীন সময়ের জন্য অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে সাকুল্যে ২০,৩০০/ টাকা।

আগ্রহী প্রার্থীরা sesip.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।