ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষা ১৮ মে

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, মে ১৭, ২০১৮
সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষা ১৮ মে

সোনালী ব্যাংক লিমিটেডে অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৮ মে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ২৩৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ঢাকার তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

কেন্দ্রগুলো হলো- উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন খান জানান, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষা হলে সাথে রাখা যাবে না।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।