ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, মে ২১, ২০১৮
বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচি

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। 

আগামী ২৫ মে শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ঢাকার ছয়টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুরস্থ মহিলা কলেজ, খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহার জানান, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। পরীক্ষা হলে কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না।

বিজ্ঞপ্তি

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন..

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।