ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

ক্যারিয়ার

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ...

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ফিল্ড কো-অর্ডিনেটর (অ্যাগ্রিকালচার ইনস্যুরেন্স), মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    পদ সংখ্যা: উল্লেখ নেই
    কর্মস্থল: ব্র্যাক ফিল্ড অফিস (রাজশাহী ও রংপুর বিভাগ)
    যোগ্যতা: পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তবে কৃষি, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ইনস্যুরেন্স ও পরিসংখ্যানের ওপর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: কৃষি, কৃষি বিমা, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনপুট, অ্যাগ্রি ফিন্যান্স, অ্যাগ্রিকালচার ভ্যালু চেইনস অ্যান্ড মার্কেট সিস্টেম ডেভেলপমেন্টে কোনো বেসরকারি সংস্থায় কমপক্ষে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের ফিল্ড ওয়ার্ক, প্রাইভেট ও পাবলিক সেক্টর সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটার চালনায় (এমএস অফিস ও ই–মেইল) বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। দলগতভাবে কাজ করে লক্ষ্য পূরণে সক্ষম হতে হবে। পাশাপাশি প্রার্থীদের মোটরসাইকেল চালনার লাইসেন্স থাকতে হবে।
  • বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। পাশাপাশি উৎসব ভাতা, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
  • আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন করতে পারবেন।
  • আবেদনের শেষ সময়: আগামী ৬ ডিসেম্বর ২০২১।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।