ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

টিএমএসএস নেবে ৬০০ জন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
টিএমএসএস নেবে ৬০০ জন

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের ঋণ কর্মসূচির জন্য দুই ধরনের পদে চাকরি পাবেন ৬০০ জন। দেশের সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

আবেদনপত্র পাঠাতে হবে চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে।  

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর।

পদের তালিকা ও দরকারি তথ্য

১. শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স)।

পদসংখ্যা: ২০০টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক; তবে বিবিএসম্পন্ন (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস ওয়ার্ড ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতাসহ কম্পিউটারে টাইপিং স্পিড মিনিটে ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন: ২৬,১০০ টাকা (শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা)।

২. ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স)।

পদসংখ্যা: ৪০০টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক /স্নাতকোত্তর/সমমান।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন স্কেল: ২৩,৯৭৬ টাকা (শিক্ষানবিশকালে ১৮,৬৩০ টাকা)।

নির্বাচনী পরীক্ষার ফি: ৩০০ টাকা।

নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় জামানত দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে টিএমএসএসের অফিসিয়াল ওয়েবসাইটে- tmss-bd.org

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।