ঢাকা, মঙ্গলবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ জুন ২০২৪, ২৬ জিলকদ ১৪৪৫

ক্যারিয়ার

বুয়েটে চাকরির সুযোগ, অফিস সপ্তাহে ৩ দিন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
বুয়েটে চাকরির সুযোগ, অফিস সপ্তাহে ৩ দিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে স্থপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।

পদের নাম: স্থপতি
পদসংখ্যা:
যোগ্যতা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: খণ্ডকালীন
অফিস সময়: সপ্তাহে তিন দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা।
বেতন ও সুযোগ-সুবিধা: সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৬,৪৪০ টাকা। এ ছাড়া বছরে একটি নববর্ষ ভাতা ও দুটি উৎসব ভাতা রয়েছে।

আবেদন যেভাবে
প্রার্থীকে সাদা কাগজে নাম, মাতার নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও মোবাইল নম্বর উল্লেখ করে সব সনদের সত্যায়িত কপি এবং নিজ ঠিকানাসংবলিত ফেরত খামসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।