ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

খুলনায় চাকরি মেলা সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মে ৩০, ২০২২
খুলনায় চাকরি মেলা সোমবার

খুলনা: শিক্ষিত বেকারদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি।  

খুলনা মহানগরীর বয়রাস্থ ইনস্টিটিউট চত্বরে এ মেলা শুরু হবে সোমবার (৩০ মে) সকাল ১০টায়।

বিকেল চারটা পর্যন্ত চলবে এ চাকরি মেলা।  

মেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে বসবে। এসব স্টলেই গ্রহণ করা হবে জীবন-বৃত্তান্ত, বাছাই শেষে দেয়া হবে নিয়োগপত্র।  সকাল ১০টায় চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।  

এতে বিশেষ অতিথি থাকবেন উইনরক ইন্টারন্যাশনালের টিম লিডার পারভেজ কামাল পাশা, ইউনিসেফ’র চিফ ফিল্ড অফিসার মো. কাউসার হোসাইন, বিসিক’র আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরিন, এটুআই প্রকল্পের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান।  

চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ এস এম মাহফুজুল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী চলবে চাকরি মেলা। যেখানে অনেক শিক্ষিত বেকার খুঁজে পাবেন তাদের কর্মসংস্থানে ঠিকানা।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মে ৩০, ২০২২
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।