ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুপেয় পানি নিশ্চিত করার দাবি উপকূলবাসীর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
সুপেয় পানি নিশ্চিত করার দাবি উপকূলবাসীর 

বরিশাল: উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচি প্রান্তজন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক এস.এম. শাহাজাদা, ইব্রাহিম হামিদ মাসুম, জাহিদ হোসেন, মুক্তি মাহমুদ, ও বরকত হোসেন।

বক্তারা বলেন, পানির অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় পানির উৎসগুলোর লবণাক্ততা বেড়েছে। অন্যদিকে ভূ-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপেও পানি উঠছে না। তাই উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে।  

এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা ও খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবিও জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২২
এসএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।